কবিতা

বাবা

বাবা
-শম্পা দেবনাথ

 

তোমায় খুঁজি চায়ের টেবিলে,
তোমায় খুঁজি ঘরের কোণে,
বারান্দার একলা ইজিচেয়ারটায়,
বাগানে রঙ্গীন ফুলের জলসায়।

 

বাজারে মাছ কেনার ছলে-
জ্যান্ত একটা মাগুর নিয়ে এলে,
কাঁচের জারটা আজও তেমনিই আছে-
শুধু তুমি নেই কোথাও ধারে কাছে।

 

রবিবারের গল্প বলা দুপুর,
কাটে আজ একান্ত সংগোপনে,
হয়ত কোথাও ছোট্টটি হয়ে,
গল্প শুনছো অবাক চোখে চেয়ে।

 

সন্ধ্যাতারা তুমিই তো চিনিয়েছিলে,
রূপকথারা ওখানেই জন্মেছিল,
আমার জানালা ভরা অসীম আকাশ,
তোমার সাথেই ছুটিতে গেল।

 

খুব ইচ্ছে করে আবার তোমায় দেখি,
ঘোড়া তুমি, সওয়ারী হয়েছি আমি,
অভিমান ভরা আমার চোখের তারায়,
হাত বাড়িয়ে বলছ,আয় খুকু আয়।

Loading

One Comment

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>