খেয়াল
-রিম্পা ষড়ংগী
খেয়াল মানে মনের খুশি
খেয়াল শুধুই অন্য রকম
খেয়ালী মনের ইচ্ছেগুলো
নীল আকাশে মেলল পেখম।।
খেয়াল মানে শান্তি নিবিড়
ক্ল্যাসিক আমেজ রাগ গম্ভীর,
সংগীতেরই মধুর তানে
খেয়াল বড়ই ধীর প্রকৃতির।।
খেয়াল মানে হঠাৎ করেই
ইচ্ছে গুলো পূরণ করা
খেয়াল গুলো থাকছে বলেই
মনের সুখে কাজটি সারা।।
খেয়াল মানে আন্দোলিত
তীব্র প্রাণের ফল্গুধারা
খেয়াল মানে কল্লোলিত
জীবন ভুবন পাগল পারা।।