স্মৃতিটুকু থাক

স্মৃতিটুকু থাক
-রুদ্র প্রসাদ

 

 

অনন্যা তুমি শাশ্বত, সদাই বিদূষী,
প্রেরণা তুমি সত্যিই এক মহীয়সী ।
দেখিয়ে তুমি আশা-ভরসার আলো,
শেখালে, কেমনে হয় বাসতে ভালো,
বিশ্বাসের শক্ত হাতে ধরেছ হাল,
দিয়েছ দিশা, করেছ স-বাক ।
মনিকোঠায় সমুজ্জ্বল, ভাস্বর তুমি,
তোমার স্মৃতিটুকু শুধু মনে থাক ।।

 

মনের অতল কোনে দিয়ে উঁকি,
ভুলে যাই সেই দূর অতীতে,
যবে উঠেছিল কুলুকুলু গীতি,
দু-কূল ছোপানো নদীতে,
ভুলে যাই যত ঝিনুকের সারি,
ঢেউ এসে দোলা দিয়ে যাক;
অন্তরের গহিনে অধিষ্ঠান তোমার,
স্মৃতিটুকু শুধু মনে থাক ।

 

ঐ সুদূর – ঐ মোহনায়…….
শঙ্খচিলের ডাকের সাথেতে,
নদী আজ কোন্ গান গায় ?
কোন প্রেম আজও মূর্চ্ছিত করে,
শিশিরসিক্তা জোছনায় ?
জানি না তো তাও, জানি না !
নিষেধের কোনও বাধা মানি না ।
শুধু চাই, এই গোধূলি বেলায়,
হৃদয় ছোপানো হয়ে যাক;
আমার সবকিছুতেই তুমি রয়েছ,
স্মৃতিটুকু শুধু মনে থাক ।

 

কবে কোন সেই সোনাঝরা ফাগুনে,
পোড় খাওয়া মন রাঙা হয়েছিল,
জ্বলে পুড়ে প্রেম – আগুনে !
স্বপ্নের বাসর গড়া হয়েছিল,
প্রিয়ার হৃদয়ে, অতি সঙ্গোপনে;
আশা – ভরসা, বিশ্বাসের মূল তুমি,
মনের মানমন্দিরে থেক যতনে ।
সময়ের সাথে তুমি যশস্বী হও,
আমার শুভকামনা সাথে রাখ,
যেখানেই থাকো, ভালো থেকো,
স্মৃতিটুকু শুধু মনে থাক ।

 

দিগন্তসদৃশ হৃদয় তোমার,
সাথে জ্ঞানের গভীরতা অপার,
সব কলুষতা, হতাশা মুছে দিয়েছ,
বন্ধুত্বের অসীম দানে ধন্য করেছ,
তাই আজ শুধু এই অবেলায়,
ভাঙ্গা আর গড়ার এ খেলায়,
গুপ্ত পিয়াসা – সুপ্ত হৃদয়ে –
বারেকের তরে দিক পাক;
যাক মুছে যত বাস্তবের গ্লানি,
স্মৃতিটুকু তোমার, শুধু মনে থাক ।।

Loading

4 thoughts on “স্মৃতিটুকু থাক

  1. তোমার লেখা চিরকাল সমুজ্জ্বল থাক সকলের হৃদয়ে
    অপূর্ব…..

    1. ধন্য যোগে কৃতজ্ঞতা সতত মাননীয়া…

  2. অপূর্ব লেখনী কলম এগিয়ে চলুক উজ্জ্বল ভাবে

    1. ধন্য যোগে কৃতজ্ঞ‌তা সতত প্রিয়বন্ধু

Leave A Comment