কবিতা

পরিপূরক

পরিপূরক
-পাপিয়া ঘোষ সিংহ

 

আজ বসেছি অনেক কিছু বলতে তাদের কথা,
পুরুষ বলেই খারাপ ভেবে দিই অনেক ব্যথা।
জন্মদাতা পিতা, তিনি প্রথম পুরুষ জীবনে,
তিনিই আমার ভগবান, পুজি তাঁরে মননে।
তাঁর দেখানো পথেই চলা,নিয়ে তার পরামর্শ,
তিনিই আমার শিক্ষক,তিনি বন্ধু,এবং আদর্শ।

 

যখন আমি স্কুলে গেলাম, তখন ক্লাস ওয়ান,
অনেক মেয়ের সাথে পেলাম ছেলে বন্ধু তখন।
ছোট্টবেলার একটি ছেলে বন্ধু হ’ল আমার,
বড়ো হয়েও উদাহরণ দেওয়া যায় বন্ধুত্বতার।
হাসি,পড়া ,খেলার মাঝে ,বিপদবাঁধার ভয়ে,
হাতটি চেপে ধরতাম তার নিত না ছাড়িয়ে।

 

বাসে চেপে কলেজ যেতে ,এক পুরুষের থেকে,
বর্ম হয়ে দাঁড়াতো একজন সম্ভ্রম টা রেখে।
সেও তো পুরুষ তবুও কত ভরসা পেতাম তার,
একলা নিঝুম চলার পথে সঙ্গী হোত আমার।
কোনোদিন কইনি কথা একটিবারের তরে,
তবুও যেন বন্ধু করে নিয়েছিলাম তারে।

 

তারপর মোর জীবনসাথী, আমার ভালোবাসা,
তাকে ঘিরেই সুখ আমার, স্বপ্ন দেশে ভাসা।
আজকে আমি যাকিছু, সবই তারই জন্য,
প্রেরণা আমার ,সাহস আমার, পেয়ে তোমায় ধন্য।

 

এখন আমি মা হয়েছি,সন্তান সেও পুরুষ,
অতিস্নেহে ,শিক্ষা দিয়ে করেছি যে মানুষ।
বিশ্বাস আছে শিক্ষা আমার বিফল হবেনা,
মাকে ভালোবাসে ,নারীর করবেনা লাঞ্ছনা।

 

আরো ,কত বন্ধু, সাথী, দাদা, কিংবা ভাই,
চলার পথে আপন হ’ল আমার তারা সবাই।
নারী পুরুষ একে অপরের সাথী, পরিপূরক,
মধুর যত সম্পর্ক সব দৃষ্টান্ত আজ হোক।

Loading

One Comment

Leave a Reply to অমল দাসCancel reply

<p>You cannot copy content of this page</p>