কবিতা

ঘুমিয়ে পড়েছে দেশ

ঘুমিয়ে পড়েছে দেশ
-অমল দাস

 

 

কলম্বাসী কম্পাস ব্যস্ত সমুদ্র জলে,

শিক্ষায় অকেজো কাটা কম্পাস চলে।

পরিশ্রুত জল নেই পাড়াগাঁয়ের কলে,

সুজলা সুফলা বাংলা আতঙ্কের কবলে।

রাজনীতির আগুন ঘরে ঘরে জ্বলে,

গণতন্ত্রের পতন ধ্বজাধারীর পদতলে।

নেই কাজ করেছি সব দিন রাত বলে,

সৎ-এর সর্বস্ব লুটে নেয় অসৎ-এর দলে।

সংবাদ কি দিলো- কি তুমি নিলে ,

দুষ্টু মাছ খেলা করে দাদাদের ঝিলে।

লুটে খায় চেটে খায় সব রঙ মিলে,

দুঃখীর কান্না আসলে সুখীর কিলে।

দেবী দর্শনে পথে অবাধ্য ঘণ্টা দোলে,

কি তাপে ছাড়িলে প্রভু ওরা শিশুরও খোলে ।

দেশের জয় গান গাহে তথ্যচিত্র রিলে,

ট্যাঙ্ক ট্যাঙ্ক টাকা কোটিপতির গলে।

সততার মুখোশ খোলে খরচের বিলে,

ভোগী তুমি আছো, থাকবে ,আগেও ছিলে!

ঘুমিয়ে পড়েছে দেশ যতনে লঙ্কা কোলে,

আগুন আর জ্বালেনা হনু মগডালে ঝোলে ।

সবাই বিজয় কেতন নিজ গুণগানে তোলে,

নিতম্ব তলে ক্ষমতা এলে রাজধর্ম যায় ভুলে।

কেউ-‘আচ্ছে দিন আনে বালে দেশবাসী জী-লে’ ,

কেউ-‘আমি কাউন্টার খুল দিয়া ভাইরা পি-লে’।

Loading

4 Comments

Leave a Reply to AnonymousCancel reply

You cannot copy content of this page