কবিতা

য: পলায়তি স জীবতি

য: পলায়তি স জীবতি
-অপর্ণা চক্রবর্ত্তী

 

না: ভাল লাগছে না আর,
এই সমাজ থেকে নেবই বিদায় যাব নির্বাসনে,
সেই অসামাজিক যুগে প্রাগৈতিহাসিক পাশবাসনে।
পাথরের বর্শা হাতে বাকল পরা গুহা মানবের সাথে,
উপভোগ করব লম্ফ ঝম্প,
খাদ্যটা নয় মেটাব শুধু ফলে,
তবুতো এই সমাজের বর্বরতা দেবেনা আমায় পীড়া,
সত্তিকারের সরলতার স্বাদ, আর মুক্তি, এখন যা অধরা।
থাকব বসে আপন মনে, নদীর তীরে নয়তো গাছের তলে,
অমানবিকতা আর দুর্নীতির বোঝা,
ভ্রষ্টাচারের কষ্ট দূর হবে সব প্রকৃতির কোলে।
সেই আদিম যুগে পাবনা খুঁজে আজ,
আধুনিকতার দুর্গন্ধ আর মিথ্যাচারের ঝাঁজ।
তাইতো যেতে চাই চলে,
অনেক দূরে নীল নদের তীরে তীরে,
ইউফ্রেটিসের অববাহিকায়, আরও ধীরে ধীরে।
অ্যামাজনের জঙ্গলে আরও সুদূরে,
বাঘের গুহায় হয়ে যোগী সন্ত যেরে,
হিমালয়ের কোলে বসে, মৌনী ঋষি হব আমি,
দেবনা কোন উত্তর,ডাকে যদি এই কোলাহল, জানে অন্তর্যামী।
চাই না আমি এই সমাজ,
মিথ্যাচারে ভরা শুধু, নেই কোন কাজ,
য:পলায়তি স জীবতি,
মন্ত্রটা যে ভাল লাগল আজ।।

Loading

2 Comments

Leave a Reply to রাজীবলোচনCancel reply

<p>You cannot copy content of this page</p>