অপার বিস্ময়

অপার বিস্ময়
-রূপকথা ঘোষ

 

 

ব্যথার সজল মেঘ জমেছে মনের ঘরে,
ঘনায় সন্ধ্যা ইমন রাগিনীর সুরে।
সোঁদামাটির গন্ধ মনভূমি জুড়ে,
মনের জানালা ধরে মনপাখি উড়ল সুদূরে।
আকাশের ক্যানভাসে খেয়ালী মেঘপরীদের ছবি,
অরূন্ধতী ডাক দিল, ‘এসো কবি,
বল কত প্রেম আর কত বেদন
বুকেতে থাকলে হয় কবির অমর সৃজন?
বললাম,বড় কঠিন প্রশ্ন অরুন্ধতী,
জানি না আমি সৃষ্টির জাগতিক রীতি।
অরূন্ধতী হেসে বলল, সে কি কবি!
কেমনে আঁকো তুমি জীবনের ধ্রুপদী ছবি?

Loading

Leave A Comment