কবিতা

অপেক্ষা

অপেক্ষা
-নীলোৎপল সিকদার

 

 

কতদিন রাস্তা চোখ নির্নীমেষ
বৃষ্টিফুল লুটিয়ে কাঁদে ধুলো বুকে…

মন ভেজা ফাগুন রোদ আকাশ
কৃষ্ণমেঘে মুখ ভার,
শূন্য চাঁদের সংসার–নক্ষত্র গোনে একা…

দুরন্ত আগমণী রথ এতো আস্তে আসে
আসতে আসতে বেলা ফুরায়,
সন্ধ্যার পকেটে জমা হয় আঁধার…

অপেক্ষায় বৈষ্ণব ভাবনা দোল খায়
মন মন্দিরে বিসর্জনের ঘন্টা বাজে…

এখনো একটু আলো বাকী আছে
রাস্তাচোখে মুছে যাওয়া প্রহরে…

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>