অচেনা
-নীলোৎপল সিকদার
কতদিন চলছি জীবনের রৌদ্র পথে,
যেতে যেতে দেখেছি কত খুচরো দৃশ্য,
পেয়েছি কত তরুনীর চোখের রঙ,
ক্ষণিক আবেশ দিয়েছিল
আকাশ কোণে রংধনুর মত,
আবেশ মুছে যাওয়ার আগেই
সে রঙ ঢেকে গেছে কৃষ্ণ মেঘে,
মিশে গেছে আকাশ নীলে নীলে…
একটি মায়াবী চোখের কাজল
এঁকেছিলো জীবনের আল্পনা,
সেও হারিয়ে গেলো চাওয়া- পাওয়া
লাভ ক্ষতির হিসেব নিকেশে…
মিছে হলো এ রৌদ্র পথে-পথ হাঁটা ,
আহা চিরদিন অচেনা থেকে গেলো ভালোবাসা,
তীব্র পিপাসাটুকু রয়ে গেলো মন যমুনায়…
ভালোবাসা আর আমার বিরহ
যমুনায় বয়ে চলে স্রোতের টানে,
যুগে যুগে কালে কালে পুড়ে পুড়ে-পোড়ায়…
অচেনা আমি-আমার জগৎ জীবন,
এতোদিন চিনেছি বলে যা জেনেছি
আজ মনে হয় চিনি নাই তারে মোটেও,
বিরহ তাই জনমে জনমে
রাধার মত বয়ে যায় যমুনায়
মিলনের পিপাসায় কেঁদে কেঁদে..