পথনাটিকা

পথনাটিকা

-সঙ্কর্ষণ ঘোষ 

ঐ শুরু হলো হাততালি… ;
শাবাশ কেয়াবাত এর বন্যায় ভেসে যাচ্ছে সব।
সত্যি অদ্ভুত কিছু ঘটেছে,
বড়ো অস্বাভাবিক ব্যাপার আর কী… ।
কিছু ছোটো ছোটো হাত, রশি টানছে
আমাদের কুচোগুলোরই সাথে… ;
হাহা হিহির মধ্যে হঠাৎ আওয়াজ উঠলো
“অ্যাই সাহিল, পাতাটা পড়ে যাবে তো; তোলনা।”
আশীর্বাদী স্পর্শে… ;ক্কচিৎ হাতে সুড়সুড় করছে ঝকঝকে ফেজ টুপিগুলো।
বুক ভরে উঠছে এক অজানা পৈশাচিক উল্লাসে,
হাসান-হোসেনের ব্যাটারা রথ টানছে বলে কথা।
রোজকার কাটাকাটির কালো ধোঁয়ায়,
বুক ভরে উঠছে টাটকা বাতাসে… ।
ক্যামেরার ক্লিকে ভরে ভরে ওঠে ফেসবুক…,
সেরা ছবি, সম্প্রীতির বার্তা নাম দিয়ে,
পুরোনো কাসুন্দি ঘেঁটে হাত নোংরা করি আমরা।
কবিতা, গল্প, প্রতিবেদনের মোটা অক্ষরে,
চোখ ঠিকরে আসে আমাদের সকালে।
কোনোদিনও মনে হয়না, এটাই তো হওয়ার কথা।
আল্লা-রামের লড়াইতে, ছোট্ট হরফে
ওদের মিষ্টি বিলানোর গল্পগুলো…
বাদ পড়তে থাকে বিরামহীন।
কলম কেঁদে ওঠে, “ক্ষমা করো প্রভু”… ।
রথের চাকার গড়গড়ানিতে,
জগতের নাথ বার্তা ছড়ান, “আল্লা হো আকবর।

Loading

Leave A Comment