
ঈশ্বর
ঈশ্বর
-সঙ্কর্ষণ ঘোষ
এ এক, চিরকালের ঘটনা।
বহু যুগ, বহু প্রজন্ম ধরে, এ কর্মকাণ্ডের… ;
সাক্ষী আমরা।
অদৃশ্য, তাঁর সুতোর টানে… বদলে যাচ্ছি আমরা,
নতুন রাগে বেজে উঠছে,
অন্য কোনো আবহসঙ্গীত… ।
মেঘের চাদরে মুখ ঢেকে সে অনবদ্য উপস্থাপনায়, আমরা কিছু খেলনা মাত্র।
এ পুতুলনাচের নেই কোনো ইতিকথা,
থেমে থাকবেনা এ মঞ্চ…,
কোনো নতুন-পুরোনোর আনাগোনায়।
তবু… ;তবু কিছু নগণ্য প্রাণ…
হিসেব পাল্টে দেবে সে প্রাজ্ঞ ঐন্দ্রজালিকের।
এ সময়ের চাকা জুড়ে জারি থাকবে তাঁর পূজা,
আস্তিকতার ঝিমঝিমে নেশায় বুঁদ হয়ে… ;
আমরা মাতিয়ে চলবো তাঁর খেলাঘর।
নায়ক হয়ে ওঠার ব্যর্থ প্রচেষ্টা চালাতে,
বারবার ফিরতে চাইবো তাঁর ধরা’ধামে’…
আর ‘ধামা’ধরা যতো পুতুলের মাঝে…
তিনি চালিয়ে যাবেন, এক মুক্তমনার সন্ধান।
থেকে যাবেন সে যাদুকর…
এক অদেখা অজানা প্রণম্য শক্তি রূপে।
আমরা তাঁকে হাসিয়ে চলবো,বিরামহীন,রাত্রিদিন।

One Comment
Rajasri Chakraborty
ভাল লাগল ।