অণু কবিতা মাটির টান August 4, 2018 / মাটির টান -রাজীব লোচন বালা পাখি যতই উঁচুতে উড়ুক এই নীলাকাশে মাটিতে আসতেই হবে কেননা খাদ্য আছে এখানে। তদরুপ মানুষ যত উঁচায় উঠুক আর গরিমা বাড়ুক, মাটির কাছে আসতেই হবে, মিশতেই হবে শেষে। এই টান অমোঘ টান, মায়ের প্রেমের টান এটি কভু যেন না ভুলি মোরা স্বপ্নে।