হলদে পাতা

হলদে পাতা
-কৃষ্ণ বর্মন

যত্ন করে রেখে দেওয়া হলদে পাতাগুলো
আজ আবার সবুজ হতে চায়,
দমকা হাওয়ার আবদারে অবুঝ হতে চায়।
ক্লোরোফিলগুলো বলে গেছে আর ফিরবে না,
ঝরা পাতায় নকশা এঁকেছে ধূলো
এক ফোঁটা জলেরও প্রতিশ্রুতি দেয়নি কেউ
তবুও বসন্তের প্রতিক্ষায়।

একটা বিপ্লবী ফোটন কণা
শুধু বলেছিলো “বিশ্বাস রাখো।”
সেই বিশ্বাসেই বিশ্ব জয়ের স্বপ্নে বিভোর হলদে পাতা।
শত্রুরা আনুক যতই গুপ্ত হানা
হলদে আবার সবুজ হবেই
সম্পর্কের সম্পৃক্ততায়,
প্রতিবন্ধকতার বন্ধুত্বে।

Loading

Leave A Comment