অণু কবিতা

নাগরিক

নাগরিক
-ঋভু চট্টোপাধ্যায়

 

 

যা আমার অস্ফুট অজ্ঞাতবাস,
শিরা ধমনি জুড়ে নতশির স্থাপত্যের ওপর
খোদাইএর ভাবনা, তার থেকে সরে সরে
যেভাবে সাজানো সংলাপ শেখানো হল,
এখন সেই শ্রেণিতে উপস্থিত।
বিশ্বাস আর অবিশ্বাসের দুখণ্ড বাটিতে

ফোঁটা ফোঁটা আলোর খোঁজে রাতদিন সব এক করে
শুরু করবার চেষ্টা চলছে।
তবু এখনও দেখার বাকি কোন রাস্তায়
কতটা দাঁত আর কঙ্কালের উপস্থিতি।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>