পেন্ডুলাম

পেন্ডুলাম
-সুনন্দ মন্ডল

 

 

পেন্ডুলামের কাঁটায় আটকে সময়।
সূত্র গাঁথা অবিবেচকের কাহিনীতে।
বিরহ কিংবা ভালোবাসা! মাপকাঠি
ক্রমশ জড়ায় জটিল জটিল তত্ত্বে।

 

বর্তমানের বাংলায় দেখি চরমতা
থমকে বিশ্ব এই নিয়মের অংকে!
মিডিয়ার চাপাচাপি হয়তো বা উস্কানি
ভীতি বুকে চেপে দিন বাঁধা! রাত নিশঙ্কে।

 

ডাস্টার মোছা বোর্ডে। লেখার সাদা ছাপ।
রক্ত দিয়েই হোক আঁকা শেষ মিছিল।
বীজের পচন, চারা রোপনের ক্রমতা
কলমের দানি থেকেও ফুরাক রিফিল!

 

ঘোড়া ডিঙিয়েই ঘাস খেতে শিখে গেছি,
কে আছিস? আছে বিপদের কিছু ডালপালা!
সপাটে সমূলে উৎখাত। হাতে সাবধানী।
নিয়ে আয় তোরা জয়ের মুকুট আর মালা।

Loading

Leave A Comment