অবৈধ তকমা

অবৈধ তকমা
-রাণা চ্যাটার্জী

 

 

কথায় কথায় আপ্লুত হই , লিখে ফেলি অস্যাম ,
আজ ঐ অশান্তির শিখা,প্রতিবেশী প্রিয় আসাম!
লক্ষ মানুষ দিকভ্রষ্ট দেখি,একি পরিনতি শিয়রে!
ছুটেছে ঘুম,মনের শান্তি, দুশ্চিন্তার প্রতি প্রহরে ।
বৈধ অবৈধের যাঁতাকলে ছুঁয়েছে সংখ্যা লাখে ,
অশান্তির বাড়ছে পারদ, কৈফিয়ত দেবে কাকে ?

 

দিন ভোর শুধু বাক্যবাণ,উত্তপ্ত দুই সংসদ কক্ষ,
উদ্বাস্তু তা বলে এত্তো! সংখ্যা ছাড়িয়েছে লক্ষ !
চাপান উতোর কি হয় এদের, সে সব প্রশ্ন পরে,
কে নেবে এর দায়ভার,গৃহ-যুদ্ধ হলে ঘরে ঘরে?
ভোটার,রেশন এদের মুঠোয়,ভোটের রাজনীতি,
এতোগুলো মানুষ ক্ষেপলে কি বাড়বে সম্প্রীতি !

 

বীর সেনা দল,নজরদারি সবই ছিলো সীমান্তে,
কোন পথে অনুপ্রবেশ, এতদিন চুপ নিশ্চিন্তে!
বছর বছর ব্রম্মপুত্র নদে, বন্যা হওয়াই রীতি ,
কোন অছিলায় উদ্বাস্তু এরা, মনের কোণে ভীতি!

 

অনেক প্রশ্নে বুদবুদ ওঠে, কৌতূহলীর ভিড় ,
এন.আর.সি-র খসড়া হ ঠাৎই করে যে অস্থির !
এমনিতেই জর্জরিত খুব,উত্তর পূর্বের রাজ্য ,
দাঙ্গা উস্কানি থামুক , বন্ধ হোক এ নৈরাজ্য ।

Loading

Leave A Comment