কবিতা

যদি খোঁজো

যদি খোঁজো
-তাহিরা ইয়াসমিন

 

 

কভু যদি খোঁজো মোরে অবচেতন চিতে,
আমারে পাবে তুমি কালো মেঘের রেতে।
আর যদি চাও কভু শাওনের প্রাতে,
বুঝে নিও আমি আছি রং ধনুর ভীতে।
যদি নাহি পাও মোরে তোমাদের সাথে,
ভেবো আমি হয়ে গেছি শিশিরের মিতে।।

 

যদি দ‍্যাখো আমি নেই তোমাদের কাছে,
আয়নায় দেখে নিও কানা ঘষা কাঁচে।
তোমাদের মনে যদি নাই থাকি বেঁচে,
তবু দেখো আছি আমি আনাচে কানাচে।
ফিরে দেখো আছি কিনা তোমাদের পিছে,
অন্তর দর্শিও ভেবোনা কো মিছে।।

 

না দেখিয়া মায়া বশে যদি পড়ো শোকে,
রয়ে গেছি, চেয়ে দেখো তোমাদেরই চোখে।
কোথা গেল, কেন গেল সুখস্মৃতি রেখে!
আছি দেখো সাগরের লোনা জল চেখে।
আমি নাচি মৃদু লয়ে কিশলয় ফাঁকে,
যেথা হতে মায়ামৃগ সোনা রোদ মাখে।।

 

গ্ৰীষ্ম গভীর নিদাঘ আছি আঁধী লু তে,
বর্ষার ঘন রাতে আমি আছি সাথে।
মিশে আছি শরতের নীল নিলীমাতে,
পরশিবে মোরে পাবে হৈমন্তী ফসলেতে।
তোমারে জড়িয়ে আছি কুয়াশা ঘন শীতে,
মধু মাসে রাঙা ফাগে মিশেছি বসন্তে।।

 

আমি আছি জাগরণে,ঘুমে অচেতনে,
বেঁধেছি কুটির মনে গভীর সংগোপনে।
দেবে ফাঁকি সাধ‍্য কি ফেলিবারে টেনে,
দোষ যত রোষ ভুলে নিও সবি মেনে।
অভিসারী চুপিসারে রমণে মননে।
হব তারা গগনে রব চাঁদনী জোছনে।।

Loading

4 Comments

Leave a Reply to TAHIRA EASMINCancel reply

You cannot copy content of this page