কবিতা

তিনি হাসতে পারেন

তিনি হাসতে পারেন
-কৃষ্ণ বর্মন

 

 

তিনি হাসেন
তিনি হাসতে পারেন
তিনি হাসাতেও পারেন
শহরে যখন মড়ক লাগে
তিনি হাসেন
বুড়ি গঙ্গার জলে
প্রতিবাদের নিথর দেহ ভেসে উঠলে
তিনি হাসেন
হায়নার কামড়ে ক্ষতবিক্ষত চার বছরের
সাকিনার দেহটা খড়ের গাদায় পড়ে থাকলে
তিনি হাসেন
পুলিশ ছাত্রকে বুলেটে ঝাঝরা করলে
তিনি হাসেন
প্রাইমারী শিক্ষক তিনকড়ি মন্ডলের স্ত্রী অনাহারে মারা গেলে
তিনি হাসেন
পনেরো বছরের মোল্লা পনেরো বছরের সাহানাকে বিয়ে করলে
তার হাসি পায়
তিনি ক্ষুধার্তকে দেখে হাসেন
তিনি বেকারকে দেখে হাসেন
বন্যার জলে হাসেন
তিনি জাতি দাঙ্গায় হাসেন
তিনি গৃহযুদ্ধে হাসেন
আর্থিক মন্দায় দেশটা বিক্রী হয়ে গেলেও তিনি হাসেন।

হাসিটা তার সহজাত
হাসিটা তার স্বভাব
গাড়ির চাকা পিষে মারলেও
হাসিটা তার লা-জবাব।

তিনি হাসতে পারেন
তিনি হাসাতেও পারেন
হাসতে হাসতে পেটে খিল ধরেও গেলেও
এই অভাগা দুঃখী দেশে হাসি বিতরণ করতে
তিনি বদ্ধ পরিকর।

হাসুন
মন ভরে হাসুন
হাসিতে পেটও পরে
হাসিটা আজ অমিল শুধু
পিষে দেওয়া দুজনের শূন্য ঘরে।

Loading

2 Comments

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>