
স্বজন ভজন
স্বজন ভজন
-অমল দাস
আপন স্বজন খুঁইজা ফিরি এই ভব সংসারে ..
কোন দুয়ারে ভজন গাইছি স্বজন কোন দুয়ারে।
ও স্বজন তুই ভুইলা গেলি কে বড়ো তোর আপন
এই মনে শুধু দাগা দিলি করলি না রে যতন।
স্বজন চিনলি না রে আপন…
ও স্বজন তুই কোন দেশেতে কোন ঠিকানায় গোপন
অন্তরে যে আগুন জ্বলে কেমনে বুঝাই দহন।
স্বজন বুঝলি না রে আপন…
ও স্বজন তুই কার নায়েতে কোন গৃহে তোর যাপন
উদাস মনের চিলেকোঠায় কেবল যে তোর স্বপন ।
স্বজন দিলি ইচ্ছেগুলির মরণ…
ও স্বজন কোন মন্দিরে তোর কেষ্ট গোঁসাই শয়ন
সেই মন্দিরে দাসীরে তুই আমার নিদ্রা হরণ।
স্বজন আমি রে তোর আপন…
আপন স্বজন খুঁইজা ফিরি এই ভব সংসারে
কোন দুয়ারে ভজন গাইছি স্বজন কোন দুয়ারে ।


4 Comments
Aparna chakraborty
Bah bah besh
অমল দাস
ধন্যবাদ দিদি
Anonymous
স্বজন যে সে একজনা
চিনতে পারে কয়জনা!
তাঁরই লাগি জীবন যাপন
তাঁর দুয়ারেই মরণ বাঁচন। শুভ রজনী কবি।
অমল দাস
অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধু