কবিতা

কথা দিলাম

কথা দিলাম
-পাপিয়া ঘোষ সিংহ

 

 

তোমার কথা ভাবি আমি সর্বদা ,একা গোপনে,

কত বর্ষা,শীত, বসন্ত কাটিয়েছি একসাথে দুজনে।

আকাশ বাতাস সাক্ষী রেখে,সেই সে প্রথম দিনে,

সেই গোধূলির ক্ষণে,বললে -‘তোমায় ভালোবাসি,

এই জীবন টা তুমি, আমি কাটাবো ঠিক একসনে।

আসুক যতই বাধা, বিপদ ,আসুক যত ঝড়,

রাতের পরেই আসবে আবার লাল সূর্যের ভোর।

দুজনে দুজনের হাত ধরে, থাকবো চিরকাল,

একইভাবে মনের টানে,কাটিয়ে দেবো দোঁহে

জীবন মোদের কাটবে সুখেই যুগযুগান্তকাল।

কত ঋতুর চাঁদ-জোছনা ,পেরিয়ে ভালোবাসা,

থাকবে অটুট পাবেনা ভয়-গভীর অমানিশা।

কালের স্রোতে বয়ঃভারে, উদাসীন মন,

ক্লান্ত হয়ে কাটায় রাতি ,ঘুম আসেনা চোখে,

তোমায় পাশে পেয়ে , পায় প্রেমের মধুক্ষণ।

আজ আকাশে যখন দেখি চা়ঁদ জোছনা ঢালা,

মনে আমার লাগায় যে দোল ,সেই যৌবন বেলা।

পার হয়েছি অনেক পথ,আরো কিছু বাকি,

কথা দিলাম, তোমার পাশে জনম,জনম ধরে

আমার প্রেমের সুখ চাদরে রাখবো তোমায় ঢাকি।

Loading

One Comment

  • Anonymous

    অসাধারণ,কবিতাটা পড়ে যদিও মন খারাপ হয়ে গেলো,আর সেই মন খারাপ করাটাই প্রমান করে দিলো,সত্যিই একদিন কাউকে মন দিয়ে ভালোবেসে ছিলাম, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে -ভালো লেখা উপহার দেওয়ার জন্য.

Leave A Comment

You cannot copy content of this page