কবিতা

ধিক্কার

ধিক্কার
-প্রবীর রায় 

স্বাধীন ক্ষণে দ্বন্দ্বে লিপ্ত আমার ভারত নবীন
যুদ্ধের নামে ভ্রান্তি বিভ্রাট ভয়ঙ্কর আজ সুদিন।
সাইবার সিস্টেম অস্ত্র প্রথম কোটি মানুষ সামিল
দুষ্কৃতীরা বিষ ঢেলে দেয় গ্রুপে গ্রুপে কাতিল।
উসকে দিয়ে হানছে আঘাত করছে বাজিমাত
আমার দেশ আজ যে ক্ষত মাথায় দ্রোহীর হাত।
মরছে-মারছে দক্ষ সেনা আব্রু বাঁচাতে সবাই
আমরাই পালছি আততায়ী রাখছি গোপন নির্ভয়।
সবার রক্তে ভারত গাঁথা আমরাই গুণ্ডা বদমাশ
ভুলছি কেন ? ভারত মাযে সবার প্রিয় নীড়-বাস।
হচ্ছি বড় মায়ের কোলে গাইছি পরদেশ গান
ছি-ছি ধিক্কার নিজেকে -নিজেই বলতে ভারত প্রাণ।

Loading

2 Comments

  • Anonymous

    ভুল হলে ক্ষমাপ্রার্থনা, ধন্যবাদ ওয়েব ম্যাগজিনকে

    • রীণা চ্যাটার্জী

      ভুল ,ক্ষমা এই কথা কেন? একসাথে চলাই তো ‘আলাপী মন’এর মন্ত্র।সবাকার হোক এই ‘আলাপী মন’। সকল বন্ধুর সাহিত্যের আলাপনে কুসুমিত হোক আমাদের আঙ্গন।

Leave A Comment

You cannot copy content of this page