
ভেনাস দেবী
ভেনাস দেবী
-নীলোৎপল সিকদার
এখানে পলে অনুপলে আগুন ছড়িয়ে
যতসব ঝরা পালক ফেলে,
ডুবোচর ছেড়ে ডানা মেলে উড়ে গেল পাখি,
আরো উত্তরে যেখানে প্রেমের দেবী ভেনাস
ক্ষণে ক্ষণে বসন্তের রঙ বদলায়…
উত্তরে শ্বেত কবুতরের বুকে
সে খুঁজে পেয়েছে জীবনের মোহনীয় গন্ধ,
এই মাছ ভাত জল-জলো-জংলা প্রান্তে
সে দেখেছে জীবন ম্যারমেরে শিথিল,
উদ্দাম উচ্ছ্বাসহীন সেকেলে…
অথচ একদিন এ সবুজ শ্যামলের কাজল পরে
পাড় ভাঙ্গা দুরন্ত স্রোতে ভেসে
ওপাড়ের চরে ধবল কাশফুল হয়ে
জলো হাওয়ায় দুলতে চেয়েছিল…
আজ বরফ পড়া বরফ ঝড়ের দেশে
ভেনাস দেবীর পায়ের কাছে বসে
উষ্ণতায় আগুন রূপসী দোল খায়…


One Comment
Shankar Debnath
খুব সুন্দর লেখা