পথে নামার ডাক

পথে নামার ডাক

-পাপিয়া ঘোষ সিংহ

 

 

এবার তোমায় নামতে হবে পথে,

নিজের সম্মান ভূলুণ্ঠিত আজ ।

গর্জে ওঠো এবার একসাথে,

মানুষ হয়ে কর বিদ্রোহ আজ ।

দানব পশু ঘুরছে যথা তথা-

ভিতর-বাহির সুরক্ষিত নয়,

আর সহ্য করব না এই ব্যথা,

প্রতিজ্ঞা যেন এটা সবার হয় ।

মহিলা বলেই ,লাঞ্ছনা করা যায়?

পাবে বস্ত্রহরণ করার অধিকার?

সভ্যতা কি ধ্বংস হবে ধরায়!

শেষ হোক এই আদিম মানবতার ।

অনেক হল ভয় পেয়ে চুপ থাকা,

বজ্র মুষ্টি আকাশে তুলে ধরো,

তোমার আমার পথেই হবে দেখা,

প্রতিবাদ টা সবাই মিলেই করো ।।

Loading

Leave A Comment