কবিতা

শিশু নারায়ণ

শিশু নারায়ণ
-অণুশ্রী দাস

 

 

একটা শিশু ফুটপাতে জন্মায়,
একটা শিশু হাত পাতে ভিক্ষের আশায়,
একটা শিশু নাম পায় বেজন্মা,
একটা শিশুর আকাশে হারিয়ে গেছে তার মা,
একটা শিশু রোজই আসে,
উলঙ্গ গায় ধূলো মেখে,
একটা শিশু রোজই খাবার খোঁজে
ফেলে দেওয়া রাস্তাধারে,
একটা শিশু তোমায় ডাকে
কত সম্পর্কে সম্মোধন করে,
তুমি তাদের এক দু টাকা দাও ইচ্ছে হলে,
কখনো বা তাড়াও তাদের নোংরা অচ্ছুত বলে,
আবার তাদের মধ্যে চোরের স্বরূপ দেখো সন্দেহ হলে

শুনেছি শিশুই নারায়ণ, শিশুর ভালো মন্দ বিভেদ আছে কি জানি না,
রক্ত মাংসের অভুক্ত গোপাল, তাদের অসহায়তা তোমাদের মনে কি দাগ কাটে না?
তারা রাস্তায় ঘোরে এক মুঠো অন্নের আশায়,
ছেঁড়া জামায় লজ্জা ঢাকে, মাটিতে রাত কাটায়
তুমি যখন দুধ, ক্ষীরে তুষ্ট করো বস্তু নারায়ণ
তখন কত কৃষ্ণের হাহাকারে বাঁশির সুর জাগায় অনুরণন..

Loading

3 Comments

Leave A Comment

You cannot copy content of this page