জোড়ের জোর

জোড়ের জোর
-কৃষ্ণ বর্মন

 

 

জোরে জোড়া যেমন লাগে
তেমনি জোরে জোড় ভাঙেও।
জোর নেই যাদের
তাঁরা জোড়ে যদি থাকেও আদতে বিজোড়।

চারিদিকে একটা ঘোর চলছে।
বিভোর জোর তাই
জোড় ভাঙার খেলায় মেতেছে।
বিজোড়ের বিজয়োল্লাসে
জোড়ের পরাজয়ের কান্না
শোনে না কেউ।

জোরের জুলুম জারি রেখে
জোড়কে ভাঙার চক্রান্ত যত তীব্র হবে
বিজোড়গুলো ততই জোর অর্জন করে
কোনো না কোনো দিন গর্জন করে উঠবেই।

সেদিনের প্রতীক্ষায় বিজোড়গুলি
তিলে তিলে জোর সঞ্চয় করে
জড়ত্ব কাটিয়ে উঠছে।
জোরের বীরত্ব তাই ক্রমে
দাসত্বের কাছে আত্ম সমর্পন করে
নিজেই নিজের তর্পন করার জন্য প্রস্তুত হচ্ছে।

Loading

Leave A Comment