দুর্ঘটনা

দুর্ঘটনা
-অযান্ত্রিক

প্রতিটা মুখ নিশ্চল, রক্তাক্ত এবং সাদা,
থেঁতলেছে তবুও মাটিতে মিশছে না।
যেটা জোড়ে, সেটাই ভেঙে হয়েছে কাদা,
যোগাযোগ, কিন্তু মোটেও ভাঙছে না।

 

ভাঙে বিশ্বাস প্রতিদিন, বছরে একটা সেতু,
মাঝেরহাট কিংবা পোস্তা তো বলছিনা।
বেঁচে থাকাটাই অপরাধ ,মৃত্যু নেই যেহেতু,
দেদার বিকোবে খবর, দুঃখ সস্তায় যায় কেনা।

 

দোষ কার, দায়হীন দোষারোপ,তবুও বাঁচবে পিঠ,
জন্মের সূত্রেতে লেখা ছিল কিনা ধ্বংসের রক্তবীজ।
কার দায়,কে বা কারা,দিয়ে যেতে থাকে খেসারত,
গাফিলতি ভারী পরিচিত,তাতেই কি ভেঙে ব্রীজ।

 

নিশানিরা জানায়,প্রতিকার চাই ,জবাব দিতে হবে,
রঙে রঙে লড়াই, শেয়ালিয়া খবর খুঁজছে সারাক্ষণ
যারা চলে গেলো, তাদের কি ভাবে ফেরানো যাবে?
কটা টাকা,আদৌ কি মেটাবে আগামীর ক্ষতিপূরণ।

 

জানিনা , কার্য কারণ, হারানিয়া সূচিতেই বসবাস,
প্রতিবার নিয়তিই জিতে যায় অদৃশ্য পাশাখেলায়।
দুর্ঘটনা দিয়ে যায় ধ্বংসাবশেষ ,প্রশ্নিতো দীর্ঘশ্বাস,
উন্নয়ন,প্রতিবার একরাশ মৃত্যু উপহার দিয়ে যায়।

Loading

One thought on “দুর্ঘটনা

Leave A Comment