কবিতা

পোড়া মাটি

পোড়া মাটি
-আব্দুল লতিফ মন্ডল

 

 

দুঃখ-স্বপ্নরা তোকে ছাড়া চলতে পারেনা,

বিশ্বাস কর চাইনা তোকে আর ফিরে পেতে

দুঃখগুলো এই শুধু নীল আকাশে ঝাপটে মরে,

মরুক রে,মরেই না হয় বাঁচতে দে তাকে।

বারে বারে বড্ডো বিরক্ত করে রে তোর কানের দুল,

কি চাস তুই,আর তোর চোখের চাউনিরা?

প্রতি রাতের নিস্তব্ধতায় আমি আর তোর স্মৃতিরা,

একটিবার সত্যি করে বলতো তুই,

কি পাস অন্য ঠিকানায়?

একটিবার সত্যি করে বলবি কি তুই?

জমতে থাকা শক্ত কাদা আজ যে পোড়া ইট।

শহুরে বৃষ্টি কি আর পারে ভেজাতে?

নারে সে আর হয়না,তুই আর আসিসনা,

এত আঁচড় কেটেও তো আর মাটি হয়না।

ওরে পোড়া ইট রে আর কত পুড়তে থাকবি?

তুই সম্মতি দেরে ক্ষতটা একটু শুকোয়।

ধরিয়েছি আগুন সিগারেটে, সে ধোঁয়াতেও তুই,

বুকে জমা দুঃখ গুলো সুনীলে একটু উড়িয়ে দেনা,

নীরবে শুনে কেন হঠাৎ পালাস রে তুই?

কথা দে তো রাতের গভীরে আসবি না।

ঝাপসা জীবন আর তাঁরারা, তুই কেন স্বচ্ছতায়?

ধুলো-ঢাকা শহরে দিয়েছি তোর কবর,

তবুও তুই যাতায়াতের পথ ছাড়ছিস না।

ওরে আমার জীবনে এই গ্রহণ কি দূর হবে না?

Loading

2 Comments

Leave A Comment

You cannot copy content of this page