সকালের অতসী
-অমিতাভ সরকার
অতসী ফুটেছে মেলা বাড়ির টবে টবে
পাকুর গাছ বাসা বেঁধেছে ছাদের রেন পাইপের পাশ দিয়ে।
কারো নেই হুঁশ , বেদনা কাতর কংক্রিটের ছাদ !
হয়তোবা বৃক্ষ রক্ষার তাগিদে!
সকালের ছাদে শরীর চর্চা—,
ব্রাশ হাতে দৌঁড়ে সিঁড়ি বেয়ে উঠলে,
হয়তোবা একটু দেখা পাওয়া!
মাঝে মাঝে দেখা,পলকে আন্তরিক নয়ন—, স্মিত হাসির রেশ রেখে যাওয়া।
নীল দরিয়ার মাঝে নীরদ মালার জরাজরি,
একরাশ বকের সারি, টবে ফোঁটা অতসী—
তুমি গন্ধ ছড়ালে সকালের বাতাসে—–
তুমি এখন দাঁড়িয়ে,
ব্রাশ হাতে ছাদের রেলিংয়ে!!
ভালো লাগলো