হাঁড়িতে ফুটছে ক্ষোভের কবিতা

হাঁড়িতে ফুটছে ক্ষোভের কবিতা

-বিকাশ দাশ

হাঁড়িতে রোজ অভাব সিদ্ধ হয়
উষ্ণ জলে ফুটতে থাকে ক্ষোভ
উথলে ওঠে ক্ষোভের মাড় দু-বেলা
ফুটন্ত ক্ষোভের ভেতর
জন্ম নেয় এক একটি কবিতা ।

টিউশান শেষে বাড়ি ফেরে
ক্লান্ত জীবন ;
দুঃস্বপ্নেরা ভীড় করে আসে
অভাবের জানলায়
উনুন ধরাই
রক্ত ; মাংস পোড়ে
ক্ষোভের ভাত ফুটতে থাকে
অনন্ত ক্ষোভের চালে সিদ্ধ হয়
এক একটি কবিতা ।

ঘুম আসে
থমকে থমকে রাত শেষ হয়
সূর্যশোক ঝরে শরীরে ;পাতার

উনুনে জীবন পোড়ে দু-বেলা

ক্লান্ত স্বপ্নের ভেতর থেকে

লাফিয়ে পড়ে দু-একটা সাদা ভাত
জন্ম নেয়
এক-একটি হাহাকার ।

Loading

Leave A Comment