আজ আমি

আজ আমি
-রিম্পা ষড়ংগী

 

 

আজ আমি একাকীত্বে একাকার
এক নিঃশ্বেষিত প্রাণ।।
কখনো অনুভবে
উন্মুক্ত হাহাকারের
নিরুত্তাপ সংলাপ।।
আমার অনন্তে আজ বিলীন হয়েছে
সমস্ত ভালোলাগার
ধূমায়িত নীল বাষ্প।।
আজ আমি আমার আবেগ কে
ভারমুক্ত করে জীবনের ব্যতিক্রমে
নিজেকে নিজের মত অভ্যস্ত করতে
এক ব্যাকুলিত প্রত্যয়।।
আজ আমি আমার গভীরতার
নিশ্ছিদ্র নির্মোক ভেঙ্গে
নির্বাসিত করলাম
আমার অজান্তে লালিত অধিকার।।
আজ আমি আমার কাছে
অনুভব করি
আমার জিতে যাওয়ার
যথার্থ জয়গান।।
আমার হেরে যাওয়ার
সর্বৈব আচ্ছাদন
আজ আর আমাকে গ্রাস করে না।
আমি আমার সত্ত্বা ঘিরে
অসীম অসীমতায় আচ্ছন্ন
এক স্বতঃস্ফূর্ত, সাবলীল
সহনীয় সংকল্প।।
আজ আমি শুধুমাত্র আমার
আমার মর্মলোকে অতীত
ভাবনা ও ইচ্ছেরা
আজ চিরবিশ্রাম নিতে চায়।।
আজ আমি নতুনত্বের
নিগৃহীত নিদাঘপীড়িত অভিজ্ঞতায়
নতুন ভাবে রচিত এক
নিখাদ নারীর
অক্লান্ত অনুভবের অখন্ড অজেয় রূপ।।

Loading

Leave A Comment