ভুলে ভরা ভুল
-রেহানা দেবনাথ
সমাজের কাঠামোয় জমেছে অনেক ঝুল
ছাড়িয়ে ছিটিয়ে রয়েছে ভুলে ভরা ভুল!
মানুষের মনে জন্মেছে ভুলের ভুল ধারণা
নারীকে দাবিয়ে রাখার পরিকল্পনা!
পাথরের মত নাকি পুরুষের ভুল
জলে ডুবলে দেখা যায় না এক চুল
জানো কিসের সঙ্গে তুলনা হয় নারীর ভুল?
তা নাকি জলে ভেসে ওঠা ফুল!
সমাজের চোখগুলো যা সহজেই দেখতে পায়!
পাথর সে তো অতল জলে তলিয়ে যায়!
একই ভুলের দৃশ্যত দুই রূপ
নাকি সমাজের চিন্তাভাবনার স্বরূপ!
সব ফুল যেমন পায় না একই কদর
সব পাথরেরও হয় না তেমন আদর!
তবে কেন ফুলদের দেওয়া হয় পিষে?
পাথরকে জলে ফেলে দেওয়া হয় নিমেষে।
পুরুষ করতে পারে ভুল বার বার
সোনার আংটির সঙ্গে তুলনা হয় যার!
একই ভুলে নারীর যত সব দোষ
সমাজের মাথারা দেখায় তার প্ৰতি রোষ।
ভুল করার অধিকার শুধু পুরুষের
দোষ নয় কিছু তার ঔরসের!
নারীর ভুলে সব নাকি যায় রসাতলে
পুরুষের ভুল স্থান পায় অন্তরালে ।
নারীর ক্ষুদ্র ভুলও হয়ে যায় বড়
পুরুষের বড় ভুলকেও ছোট বলে ধর!
‘ভুল’যদি উভয়েই করে একসঙ্গে
তবে কেন কলঙ্ক লাগে শুধু নারীর অঙ্গে?
ক্ষমার অযোগ্য বিবেচনা হয় নারীর ভুল
এর জন্য কেন তাকেই দিতে হয় মাশুল?