কবিতা

ফিরে পেতে চাই -হারানো ছেলেবেলা

ফিরে পেতে চাই -হারানো ছেলেবেলা
-অজয় চৌবে

আমার মনের উঠোনে হারানো ছেলেবেলা মাঝে মাঝে স্মৃতির সরণী বেয়ে ফিরে ফিরে আসে,
বৃষ্টির জলে কাগজের নৌকোরা ছেলেবেলার স্মৃতির উঠোনে আজও টলতে টলতে ভাসে।
অনভিজ্ঞ ছেলেমানুষী মনে ছিলো না

কোনো কিছুই ভবিষৎ জল্পনা -পরিকল্পনা,

ছিলো না নিজেকে সুখী রাখার অহেতুক মিথ্যা অভিনয়ের ভন্ড নাটুকেপনা।

ভাবতাম ছেলেবেলায় অনভিজ্ঞ নাবালক মনের ছেলেমানুষী অভ্যাসে,

ছেলেবেলা ফুরিয়ে যেন সাবালক জীবন অতি দ্রুত ফিরে আসে।
আজ সাবালক জীবন – মাঝে মাঝে ভাবে অভিজ্ঞ মন,
ভেবে ছিলো ভুল ভাবনা তখন-অনভিজ্ঞ নাবালক মন।
চাই না আজ এই- নাটুকেপনা মিথ্যা অভিনয়ে সুখী হয়ে বেঁচে থাকার একঘেঁয়ে রুটিনমাফিক নিশিদিন উদযাপন,
ফিরে পেতে চাই হারিয়ে যাওয়া ছেলেবেলার সেইসব অতীত সহজ সরল হাসিখুশী নিষ্পাপ জীবনযাপন।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>