কবিতা

তুমি

তুমি
-রিম্পা ষড়ংগী

 

 

এখন তোমার, আমার জন্যে
বরাদ্দ সময়টুকু নেই।
আজ তুমি মুক্ত দেহ,মুক্ত মন,
মুক্ত আকাঙ্ক্ষায় মেতে আছো সারাক্ষণ।
তুমি আমায় হৃদয়ের।
চিরসাথী করবে বলেছিলে
কথা ছিল এভাবেই ভালোটুকু বেসে যাওয়ার
আবেগের জোয়ারে আন্দোলিত ছিল
হৃদয়ের বিমথিত বিলাসী মনের আনাচ।
কথাতেই মুগ্ধতা —- আকুলতা——
হারিয়ে যাওয়া—— স্বপ্নশরীরের
অন্তঃ সলীলা উষ্ণ গহ্বরে।।
এক মনোরম মাদকতায়
ঘোরলাগা আচ্ছন্নতার মায়াবী স্পর্শ
ঝুলেছিল প্রকাশিত কথার অনুভবে।
বাস্তবকে ভুলে যাওয়ার দুরন্ত ইচ্ছেটা
দুজনেরই ছিল।
আর ছিল অতীত কিছু দুস্মৃতির
অস্বচ্ছ আভাসিত রোমন্থন।
হয়ত কিছুটা আমার তরফ থেকেই
পুরোটা নয়,তবুও।
তাই ত উপলব্ধি করতেই পারিনি
তোমার নিজেকে গুটিয়ে রাখার
ক্লান্তিকর প্রচেষ্টা।
উদ্দেশ্যহীন প্রস্তাবনায় মিশে গেলো
নির্মম বাস্তবতার নির্লজ্জ প্রকাশ
সবাই সবার দিক থেকে,ঠিক
একদম, তবুও একেবারেই কি?
তাই বিদায়ী বার্তায় না আছে অনুতাপ
না থাকলো বিদায়ী যন্ত্রণার
নির্ভেজাল বিষ্ফারিত তাপ।।
ভালো থেকো তুমি এ কথার
মেলেনি সদুত্তর,তবুও কি শেষ হয়
ভালোলাগার অনন্ত প্রলেপ??

Loading

Leave A Comment

You cannot copy content of this page