কবিতা

এক পৃথিবী এক জাতি

এক পৃথিবী এক জাতি

-নীলোৎপল সিদার

তবুও এই সব বাধা ভেঙে ভেঙে
গড়ে যেতে হবে জীবনের গান
প্রজন্মে প্রজন্মে এগিয়ে
নিতে হবে
আমাদের সকল আয়োজন…

পথ করে যেতে হবে আগামীর
সে পথেই হয়তো একদিন আসবে
সোনালী শুভ মানবতার দিন…

হয়তো সেদিন থাকবে না
মানুষে মানুষে ভেদাভেদ
মানুষের দুঃখ কষ্ট দারিদ্রতা
ভিন্ন ভিন্ন জাতি গোত্র চিহ্ন
থাকবে না আলাদা ধর্ম পরিচয়
এক জাতি পরিচয়ে ধর্ম হবে মানবতা…

মানুষ তখন গাইবে শান্তির গান
এক পৃথিবী এক জাতি একই স্বপ্ন
মানুষ আর মানবতার।

Loading

One Comment

  • Ejaj Hossain Siddique

    বাহ্ অপূর্ব লেখনী, চমৎকার রচিলেন সুপ্রিয় কবি।

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>