কবিতা

পাগলীরে কেউ বুঝেনা মনের ব্যাথা

পাগলীরে কেউ বুঝেনা মনের ব্যাথা
বলাই দাস

শক্ত করে রাখবি ধরে চোখ রাখবি চোখের উপর
নীল আলাপে উন্মাদিনী কপাল জুড়ে জমছে শিশির
আমি নয়রে একা নষ্ট , নষ্টখেলা দুনিয়াজুড়ে
হোক না সে ষোড়শী বা অষ্টাদশী কাঁচা বয়স।

 

পারবিনা তুই সইতে এসব জ্বালা যন্ত্রণা–শকুন্তলার
কাঁদতে কাঁদতে ছিঁড়তে পারিস ডিভোর্স পেপার
পরীর সাথে উড়ছে মন চিড়িয়াখানায় বুক চিনচিন
অন্তর্বাসের ভাঙলো ঘুম পুলিশভ্যান বুকটা ধড়াস।

 

আদর করে ভাগ বসালো ভিন গ্রহ আর তেজি সূর্য
মিলনের পর বন্ধু দুজন হাত মিলালো বনবাসে
সময়টা ছিল ভীষণ শীতের ঘেমে যায় মনুষ্যত্বও
এই চুম্বনের রামধনু নগ্নতার আগুন জ্বালায়।

 

ধানগাছগুলো গর্ভবতী এখন বুঝতে পারছে
ব্যাঙ কেন সাপের পেটে যায় সব জেনেশুনে
ইচ্ছে পতন ওই মেঘেদের চোখের পাতা ছুঁয়ে
পাগলীরে বুঝবে না কেউ তোর মনের ব্যাথা !

 

কথার মাঝে ছলাৎ ছলাৎ উথালপাথাল ঢেউ
অপবাদের ঘন্টা বাজায় নগ্ন চাঁদে কেউ
সত্য মিথ্যায় আওয়াজ ছাড়ে টিকটিকিতে ঠিক
কলকারখানা চাবাগান আজ ধুঁকছে নেশায় সঠিক।

Loading

Leave A Comment

You cannot copy content of this page