উপলব্ধি
-রেহানা দেবনাথ
আমি পুরুষ আমি লজ্জিত,
মেয়ের বাবা হয়ে খুব ভীত
ছেলের বাবা বলে উদ্বিগ্ন!
মানুষ আর মানুষ নেই আজ।
আমাদের নানা কুকর্ম দেখে
পশুরাও হয়তো করছে উপহাস!
হিংস্র জানোয়ার নয়, নরোখাদক।
মন তার বিকৃত কামনা বাসনায় পূর্ণ ।
লোভের থাবা বসাচ্ছে মেয়েদের গায়,
লক্ষ্য তার মেয়েদের শরীর,যৌনাঙ্গ।
শিশু,কিশোরী,মধ্য বয়স্কা কিংবা বৃদ্ধা
যেখানে সে ফলাবে তার বর্বর পুরুষত্ব
চোখে মুখে তার অদৃশ্য লোভ লালসা।
বিষ ঢেলেছে সব সম্পর্কের মাঝে
ভাই বোন,দাদু নাতনি, বাপ মেয়ের
আত্মীয় কিংবা প্রতিবেশীর সঙ্গে।
কলঙ্কিত হয়েছে আদর ভালোবাসা!
শোষণ করে শরীর করছে ছিন্নভিন্ন।
এ কেমন পুরুষ মানুষ আমরা, যারা
বিসর্জন দিচ্ছি মানবিকতা, মনুষ্যত্ব!
আমি আতঙ্কিত কিছু পুরুষের কর্মে,
মাথা পেতে নিচ্ছি তাদের বর্বরতার দায়
চুপ করে থেকে,দিয়েছি কুকর্মে সায়,
কালিমা লেপন করেছি নিজেদের গায়।
ভাবনার সময় এসেছে, কোন সে উপায়ে
ফিরে আসবে,আমাদের সভ্য ভদ্র মূর্তি!
সমস্ত নারীজাতি হবে সুরক্ষিত, নিরাপদ,
এমন সময় কি আনতে পারবো না আমরা?
যখন পুরুষ শুধু পুরুষ নয়, মানুষ হয়ে উঠবো!
নারীকে ভোগ্যবস্তু নয়, মানুষ বলে মানবো।
সেদিন হবো না আর লজ্জিত, হবো গর্বিত।
অত্যন্ত সময়োপযোগী ।