কবিতা

ক্রোধ

ক্রোধ
-তন্ময় পাল

 

 

রাগ এনেছে যত কটু কথা

যত অবাঞ্ছিত পরিস্থিতি।

কেড়েছে মনের শান্তি

নিমেষেই নষ্ট হয়েছে বোঝাপড়া

তৈরি করেছে এক বিরূপ ভাবনা।

কথা বলা বন্ধ দু’পক্ষের,

চোখে হয়ত আগুনের ঝলকানি,

অথবা চোখের কোণে অশ্রুবিন্দু।

তবুও সবকিছুই তাৎক্ষণিক

কিন্তু রেশ রয়ে যায় বহুক্ষণ।

কখনওবা ইচ্ছা সত্ত্বেও হয়না

দুটি মনের মিলন,

কখনওবা ব্যর্থ চেষ্টা।

এতদিনের চেনাজানা

কোথায় যেন হারিয়ে যায়,

দুজনের সেই সুখের মুহূর্ত

আজ শত মাইল দূরে।

কোনো সহানুভুতি কাজ করেনা,

ধ্বংসাত্মক লীলা কাজ করে সর্বত্র।

বিফলে যায় বোঝানোর চেষ্টা।

তবুও একান্ত প্রার্থনা,

রাগ যেন হয় মঙ্গলদায়ক,

যেন কোনো শুভ চেষ্টার অনুঘটক,

হাতে হাত ধরে এগিয়ে চলার প্রেরণা,

কারো মানহানি বা প্রাণহানি নয়

রাগ থাকুক রক্তে,

জীবনে শুভকামনার যাত্রাপথে।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>