ভালোবাসার ধ্বনি
-তোফায়েল আহমেদ
কি এমন সুধা, তোমাকে দেখিলে শুধু বাড়ে
মনের ক্ষুধা,
আবার দেরিতে যখন দেখি, অভিমানে জমে
কত দ্বিধা ।
প্রতিদিন তোমাকে চাই আমার দৃষ্টির নেশিত
পলক দিয়ে,
হ্নদয়ের ভেতরে নাচে মোর হিরে ধীরে- ধীরে
প্রাকৃতিক প্রিয়ে।
গোপনে সংগোপনে জানা অজানায়, এক
তোমাকেই খুঁজি,
মনের পাগলামী, নয়তো ভালোবাসা, আমি
নিশ্চিত বুঝি।
বর্ষার স্বচ্ছ জলে তুফানে বৃষ্টি ভেজা উপরে-
পরা শিলাতে,
তোমার স্নিগ্ধ ধ্বনি প্রকৃতি নিয়ে আসে মোর
হিয়ায় বিলাতে।
আমি থাকি তোমার আশায় বাসায় বাইরের
জাগতিকে,
তুমি থাক আমার অন্বেষায় অবারিতে প্রাপ্তির
আঙ্গীকে।
একে একে দুই হ্নদয়ের বিছানা বিছিয়ে এক
সাথে শুই,
এক হ্নদয়ে বাজেনা বাঁশি চেষ্টায় মরি – বাঁচি
বলি -তুমি কই?
সাধের বাঁশির বাজনা শুনে কুসুম কলি ডানা
খুলে নাচে,
আধুনিক ভালোবাসা সনাতনীর কথা শুনে
বিচিত্র্যে হাসে।
জীবন আছে কি না যৌবন যাছে মরমী নদীর
পিচ্ছিল বাঁকে,
হ্নদয় দিয়ে যদি ভেসে যাও ভালো পারিবেনা
কখনো ভুলিতে শয়তানের ডাকে।
ভালোবাসি তোমাকে না আমাকে, হয়তো
মনের ক্রমিকে,
যতই বাসিবে ভালো, জ্বলিবে হ্নদয়ের আলো
হবেনা কখনো ফিকে।