গরীব দেশ
-অভিজিৎ মন্ডল
হ্যাঁ আমি এক গরীব দেশ
আমি গরীব, আমি গরীবের গরীব
আমি চাষি ভাইয়ের বন্ধু
আমি মুটে-মজুরের বন্ধু
আমি জন্ম নিয়েছি কাদামাটি আর ঘন অরন্যের ছায়ানীড়ে
আজ ভরে গেছে আমার দুয়ার অমানবিকতার মায়াভিড়ে।।
হ্যাঁ আমি আজও গরীব,
অসহায় আমি ধরিত্রী মাঝে
কেন গর্ভে ধরেছিলাম এত বীর বীরহীকে
তবু এ হেন গর্ব কি আমার করা সাজে?
আজও আমার ফুটপাতে জন্ম হয়
আজও আমায় অভুক্ত থাকতে হয়….
আমি ঘুমিয়েছি সমাজে বঞ্চিত দেহবেচা মায়ের কোলে
আমার অশ্রু ধুলায় লুটাতে দেখেছে সকলে।।
তবু একমুঠো মানসিকতা আজও নিখোঁজ
নিস্পাপ মনে যে আমায় ‘মা’ বলে ডাকবে রোজ।।
তাহলে সত্যিই কি আমি গরীব হলাম
গরীব আমি নই, গরীব তুমি, তোমার মন
আজ স্বগর্বে ডাকিয়াছি তোমায় হও আগুয়ান
আমি এক গরীব দেশ করি তোমারে আহ্বান।