কবিতা

নারী এক নদী

নারী এক নদী
– রাণা চ্যাটার্জী

 

 

নারী হলো নদীরূপ এক বুক ভরা ঢেউ
অনুভবে টের পাবে গভীরে গেলে কেউ।।

ছোট থেকে বড় হওয়া মেয়ে হয় নারী,
সমাজের নিয়ম-নীতি,বড় কড়া কড়ি।।

নদী চলে আঁকে বাঁকে, কত নুড়ি বাধা
নারীর জীবনে পুরুষ ঠিক যেন ধাঁধা।।

কত ভার বোঝা নিয়ে নদী চলে বয়ে ,
প্রেম প্রীতি হাতছানি নারী যায় ক্ষয়ে ।।

নারী হলো সম্পদ,বড় অভিমানী নদী ,
ফুলে ফলে পল্লবিত,সাথ দাও যদি।।

বুঝলে কি বৎস, নারী হলো উৎস ,
নারী হল যেন গতিধারা সুন্দরী মৎস্য।।

নারী হলো প্রগতি রূপ ,নারী বসুন্ধরা,
স্রোতস্বিনী নদী হয়ে কাটায় যে খরা ।

নারী জলে ভরা ডুব আহা কি পুণ্য,
নারী এক প্রকৃতি তাতে পুরুষ সম্পূর্ণ।।

গতিপথে ভিড় বাড়ে,কত নুড়ি পাথরে
নারী হল মা, যেন সংসার গা গতরে ।।

তবু আজ নারী যেন কাঠপুতলি খেলনা,
দিকে দিকে লোলুপতা এতই কি ফেলনা!।

সংকটে মুখ বুজে যদি নারী ওঠে ফুঁপিয়ে
কিবা লাভ সভ্যতার নদী গেলে শুকিয়ে!।

তাই নদী হলো নারী রুপ, চঞ্চলা ভরসা,
সমাজের জলতরঙ্গ বাজে রিমঝিম বর্ষা।

Loading

Leave A Comment

You cannot copy content of this page