অজানা খেয়ালে
-উপমা কুন্ডু
বেখেয়ালে হয়ে যায় ভুল
খেয়ালে আক্ষেপ হয় খুব
মুখের কথা বেরিয়ে গেলে একবার
থাকেনা উপায় কথা ফেরাবার,
কেন শব্দেরা উদ্দেশ্যহীন যাযাবর
অন্যকে আঘাত করে বারবার।
কথার মালা গাঁথার সময়,
সব ঠিক বলেই যেন মনে হয়;
তবু না থাকা অভিপ্রায়,
ঘটে যদি…!!যদি চলতে গিয়ে হোঁচট খায়…
স্বপ্নে দেখা ইচ্ছে তরী…,
পায় যদি এগোতে ভয়..!
দিকভ্রান্ত স্রোতস্বতী,,
রুপোবতী খেয়াতরী আর কি পারবেনা হতে শ্রাবন্তী ?