কবিতা

লাশ

লাশ
– রীণা চ্যাটার্জী

লাশটাও জীবিত ছিল সেইদিন
স্নেহমায়ার বন্ধনে তরতাজা প্রাণ
ভালোবাসার সাথে মান অভিমান
উন্মুক্ত বাতাসে সেও নিত ঘ্রাণ।

ছিল জীবনের জন্য অসীম উন্মাদনা,
মনে জুড়ে ছিল আতুরে সমবেদনা।
স্বপ্নরাও রোজ হাতছানি দিত তাকে
তখন ছিল সে জীবন গতির ঝাঁকে।

হঠাৎই জীবন থমকে লাশ হয়ে গেছে
অচেনা! তাই একপাশে রাখা আছে;
সনাক্তকরণ করবে এসে আপন জন
থমকে আছে বিধি, আইন, প্রশাসন।

অপেক্ষার শেষে হারানো খবরের ভীড়ে
ফিরলো না আর আপন সুখের নীড়ে!
আপনজনেরা আশঙ্কায় অপেক্ষার প্রহরে
‘বেওয়ারিশ’ ঠাঁই নেবে কোনো হিমঘরে!

স্তব্ধতার স্নানে ভীষণ একাকী অসহায়
পরিচয় তখনো জানাতে পারেনি দায়,
শবদেহ হয়ে কাঁটা ছেঁড়া হওয়ার শেষে
প্রতীক্ষায় লাশ সদ্গতি পাবার আশে!

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>