সম্পর্ক

সম্পর্ক
-সুপ্রিয়া চক্রবর্ত্তী

 

 

দিনে দিনে চেনা সম্পর্কের ছবিগুলো
অচেনা হয়ে যায়,আবছা হয় দুর থেকে দূরে
দূরত্ব হতে হতে মিলিয়ে যায় সম্পর্কের রেখা
স্মৃতির সোনার খাঁচায় থাকে সোনালী দিনের ছবিগুলো,

সেগুলোও কেমন ঝাপসা হয়ে আসে,সম্পর্কের তিক্ত স্বাদ নিয়ে

বড়ো নাজুক এই সম্পর্কগুলো, একবার তেতো হলে আর মিঠে স্বাদ ফিরে পায় না
হিংসা মানুষকে নিচে নামিয়ে দেয়,
ভালোবাসা হারিয়ে ফেলে তার অস্তিত্ব,,
কি আছে? সব ই তো পড়ে থাকবে,চলে যেতে হবে সব ফেলে,তবু কেনো এতো ঈর্ষা

কালে কালে হিংসার কালো ধোঁয়ায় কলুষিত হচ্ছে এই পৃথিবী,,কেউ ভালো নেই,কেউ ভালো নেই,,,কত ব্যস্ত হয়েছে মানুষ? কেনো এতো ব্যস্ততা? মানুষে মানুষে
সখ্যতা হারিয়েছে, হারিয়েছে প্রকৃত ভালোবাসার সম্পর্ক, ভালো, মন্দ জ্ঞান হারিয়েছে

মানুষ, লোভ, লালসায়, লেলিহান অগ্নি শিখার মতো, জ্বলছে সম্পর্ক।

Loading

Leave A Comment