কবিতা

উজানের তোড়

উজানের তোড়
-সত্যদেব পতি

চৈত্রের ঝরাপাতার মতো ঝরে পড়ে অশ্রুত প্রেম,
মহাসাগরের অথৈ জলরাশির নীচে ঝিনুকের গর্ভে নিমজ্জিত মুক্তার নীরব যন্ত্রণা,
ভরা ভাদুরে নদীর মতো টলটলে জলপুর্ণ চোখ স্বপ্ন দেখে-
চিন্তাশীল মন ডুকরে কাঁদে না পাওয়ার অব্যক্ত যন্ত্রণায়,
ভালোবাসার সুখ পাখিটার বুকে শিকারীর বিষাক্ত তির,
মনের জোয়ারের উজানী ভালোবাসার তোড় তছনছ করে বেলাভুমির শক্ত বাঁধন…
দিশেহারা মনে অশান্ত ঘুর্ণী তোলপাড় করে হৃদয়,
অপঘাতের লৌহ শলাকা বিদ্ধ করে শান্তির প্রলেপ-
তবুও নীরবে স্বপ্ন দেখে আশমানী নীল চাঁদের আলোয়,
সেই আকাশে তবুও ভালোবাসার ফুল ফোটে প্রতি রাতে…
অতৃপ্ত বাসনার আকাশ গঙ্গায় দেখা যায় মিলনের স্বাত্বিক উজানের তোড় কতোটা মিলন পিয়াসী…
নিমজ্জিত মন খোঁজে ভালোবাসায় সিক্ত চাদরে মোড়া প্রেম
তার হৃদয়ের ক্ষতে প্রলেপ লাগায় শান্তন

Loading

Leave A Comment

You cannot copy content of this page