কবিতা
কবিতা

তোমার জন্য

তোমার জন্য
-শর্মিষ্ঠা শেঠ

আজকাল খুব বেশী লিখতে ইচ্ছে করেনা,
অনুভূতিগুলো বুকের ভেতরই অহর্নিশি দুমড়ে মরে,
তবুও অনেক কিছুই প্রকাশ করিনা।
কি লাভ তোমায় জানিয়ে,
যে লেখার কোন প্রতিকার নেই,
সে লেখা যে লেখাই বৃথা।
তবু লিখছি তোমার কাছে বারবার হেরে যাই বলে, তোমার কাছে হারতে ভালো লাগে বলে।
অবশ্য আজ আর কোথাও ভালোবাসা খুঁজে পাইনা,
সবকিছুতেই কেমন যেন একটা মিথ্যে অভিনয়।
একটা মিথ্যে মুখোশের আড়ালে সত্য ঢেকে রাখার আপ্রাণ চেষ্টায় ব্যস্ত সবাই।
একমাত্র আমিই বোধহয় বেকার বসে অকারণ ভাবনায়,
থামিয়ে রেখেছি নিজের পৃথিবীটাকে।
তোমাকে এত সহজেই ভুলি কি করে?
ডায়েরীর পৃষ্ঠার ভাজে শুকিয়ে যাওয়া ঐ গোলাপটাতে যে আজও অনেকটা ভালবাসা জমে আছে তোমার জন্য।
আর কেউ জানুক বা না জানুক;
এই আমার প্রতিটা নির্ঘুম রাত জানে তোমাকে ভুলতে না পারার ইতিহাস।
যে ইতিহাস হয়তো কোন বইয়ে লেখা থাকবে না,
তবুও এই ছোট্ট ছোট্ট লেখায় আমৃত্যু সে ইতিহাসের কাহিনী লিখে যাই তোমার জন্য।
যদি কোনদিন নিজেকে খুব একা মনে হয় তোমার,
সেদিন এসে আমার এই লেখাগুলো খুলে দেখোl
আমার এ লেখা সেদিন কথা বলবে তোমার সাথে,
জানাবে আমার ভালবাসার কথা তোমাকে।
সেদিন ঠিক জানতে পারবে কেউ একজন তোমাকে ভালবেসেছিলো পরম বিশ্বস্ততায় ও সন্তর্পণেll

Loading

Leave A Comment

You cannot copy content of this page