মহিষাসুর
-সুনন্দ মন্ডল
তোমার তেজে জ্বলছে মর্ত্য
তোমার বীর্যে ভীত দেব।
তুমি ত্রাতা মুক্তি দাতা
তুমি অসুর কুলের বৈভব।
তোমার সাহস সিংহ সমান
দেবরাজ ছাড়ে নিজ আসন
উর্বশীও হাতছাড়া তাঁর
কাঁপে স্বর্গ কাঁপে ত্রিভুবন।
তপস্যা তোমার কঠোর প্রাণে
বর পেলে ব্রহ্মার হাতে।
হুংকার ছড়াও আকাশ ব্যাপী
বাতাসে কাশ ফোটাও তাতে।
দুর্গা সেতো অপরিচিতা
তোমার জন্যই তাঁকে জানি।
তোমার বধে বিশ্বলোকে
পুরান গাথায় মা’কে চিনি।
দেবী রূপে পূজি তাঁকে
তুমিও তো নও কম কিছু।
আসুরিক শক্তি, পরাক্রম হাসি
তুমিও পেলে ঠাঁই তাঁরই নিচু।