অণু কবিতা

স্বীকারোক্তি

স্বীকারোক্তি
-নৃপেন্দ্রনাথ মহন্ত

স্বীকার করছি প্রভু,
এই বীতপ্রভ অবয়ব
এই প্লুতস্বর
আমার।আমারই।

এই যে সুনিপুণ হঠকারিতা
নির্লজ্জ মিথ্যাচার
এই আলোহীনতা
অপদার্থের সাম্রাজ্য বিস্তার
এসব আমারই কর্মফল।

একাত্তর পেরোলো স্বাধীনতা
অথচ এখনও আমি নতজানু
এখনও আমি অন্যের অধীন
এখনও আমার বাড়ির রং
মনের গড়ন
সবই অন্যের ইচ্ছাধীন।

স্বীকার করছি প্রভু,এ আমার পাপ
এ আমার দায়।

Loading

Leave A Comment

You cannot copy content of this page