বেইমান সময়
-শিবশঙ্কর মণ্ডল
নিরন্তর শীত শীতল উষ্ণতার
আলিঙ্গনে ভালবাসা আজ লজ্জা
ঢাকে অবিরল কান্নার আসক্তিতে
মৃত্যুর এই আর্ত উপত্যকায়।
আয়ুস্মান স্মৃতির পাতায় পাতায়
উষ্ণায়নে দগ্ধ দৈহিক আরক
দাগ কাটে শীতল মাংসের
ভেতর উষ্ণ রক্তের আড়ষ্টতায়।
সেই ভালবাসার গ্রন্থিবন্ধন ছিঁড়ে
আজ পৃথিবীর আধুনিক পাখির
ঠোঁটের চঞ্চলতায় জেগে ওঠে
কামনার সিঁড়ি বেয়ে নষ্ট এই
সময়ের রূপকথাহীন গ্লানি গল্প।
যতই ছুঁতে ইচ্ছে করে অতীত
চন্দ্রা আলোর রূপালি রেণু,অথবা
সেদিনের কৃষ্ণচূড়ার স্তনস্ফীত
পাপড়িতে ভ্রমর -ভ্রমরার স্নিগ্ধ বসন্ত
বিশ্রম্ভালাপ –ততই পাই চারিদিকে
ভঙ্গুর যৌবনে বেইমান সময়ের
রক্ত পিপাসু চেতনার স্বাদ।
দাম্ভিক সময়ের অনাবৃত নাভিমূল
চেতনার মাটিতে দিকে দিকে আজ
ছড়িয়েছে নষ্ট ভ্রূণ বীজ ;
সাবধান! হয়তো
জন্ম নেবে ‘বিষবৃক্ষ’।
পাশবিক প্রবৃত্তিতে মানুষ নীতিভ্রষ্ট
করেছে সমাজ গঠনের রাজনীতিকে।
এই পাপ রাজনীতির গর্ভে
জন্ম নেবে কত শত রক্তবীজ।