লুট

লুট
-অযান্ত্রিক

 

 

চাঁদের সঙ্গী খুঁজেছে যে আকাশ;
তার বুকের বামপাশে কালো তিল।
চায়ের আড্ডায় পাড়াতুতো মন;
সীমানা মেপে রেখেছে দীর্ঘশ্বাস।

যতবার নাম নিয়ে ভরেছে নিঃশ্বাসে;
পাখোয়াজি বেলুনে ফুসফুসের গন্ধেও।
চিতা পোড়া ধোয়াও, মিশেছে বাতাসে;
হারানোর ভয় জড়িয়ে পাশাপাশি সন্দেহ।

নিলোফার, ভাগাভাগিতে বেগতিক সময়;
যতটা ভালো লাগে উদাসী বিশেষণে।
পেটের তাগিদদেরও বাড়ি ফিরতে হয়;
ঘামে ভেজা রুমালের শেষ স্টেশনে।

যেভাবে মাঠের মাঝখানে চেরা দাগও,
লাঙ্গলের ফলা। জিভ দিয়ে চেটে যায়।
যতটা শব্দের এখতিয়ার তুমি ভাবো,
চোখ দিয়ে তার বেশী ভোগ করে যায়।

দলছুট মুরগির মতো, একা অখাদ্যের দলে
মোমবাতি,গলে,তবু ভেজে না মাটির শিরদাঁড়া;
উড়ে আসা ঝরা পাতার ইশারায়, ছলেবলে
আততায়ী অযান্ত্রিক কলম লুটে নেয় শব্দ ,

এক নিলোফার তুমি ছাড়া

Loading

Leave A Comment