কবিতা

তারপর না হয়…

তারপর না হয়…
– রাখী সরদার

 

 

এই সেদিন‌ও শান্ত স্নিগ্ধ
অথচ আজ …
আজ অষ্টমীর সকাল করুণ হয়ে এসেছে
তোমার মুখর কবিতা ভীষণ একা
বিনা যুদ্ধে সময়ের কাছে
আত্ম সমর্পণ করতে হবে জানি
তা বলে এত তাড়াতাড়ি?
জীবন যেন সবচেয়ে অসমাপ্ত
অসম্পূর্ণ বলে মনে হল ।
মনে হল তুমি অন্য বাড়ির দিকে
হেঁটে গেলে।
ঠাণ্ডা ছায়া তোমাকে সাথে নিয়ে
আড়াল অন্ধকারে ডুব দিল,
আর কটাদিন
তারাদের ধুকপুক অনুভব
করতে পারতে
তারপর না হয়…

Loading

Leave A Comment

You cannot copy content of this page